আজ চন্দনাইশের রাধামাধব সেবাশ্রমে মহোৎসব শুরু

| শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৩০ পূর্বাহ্ণ

চন্দনাইশের শুচিয়া রাধামাধব সেবাশ্রমের (হরিমন্দির) উদ্যোগে দুদিনব্যাপী মহোৎসব আজ শনিবার শুরু হচ্ছে। শ্রীমন মহাপ্রভুর একনিষ্ঠ পার্ষদ শ্রী অদ্বৈত প্রভুর ৫৯০তম আবির্ভাব উপলক্ষে মন্দিরের পক্ষ থেকে ৪৫তম অষ্টপ্রহরব্যাপী এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। শনিবার মহোৎসবের অধিবাস অনুষ্ঠিত হবে। এদিন সকালে পূজা ও ভোগ, বিকেল ৩টায় শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যা ৬টায় অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে। রোববার ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞ শুরু হবে। সকালে পূজা ও ভোগের আয়োজন করা হয়েছে। সোমবার ঊষালগ্নে নাম কীর্তন সহকারে নগর পরিক্রমা ও নামযজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হবে।

উৎসব পরিচালনা কমিটির সভাপতি অজিত শীল দুলাল, সাধারণ সম্পাদক লিটন বিশ্বাস ও অর্থ সম্পাদক বিপ্লব ভট্টাচার্য অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধবাহারছড়ায় ইটভাটায় অভিযান দুই লাখ টাকা জরিমানা