বাস চাপায় মায়ের মৃত্যু, আহত কোলের শিশু

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

মহেশখালীতে রোজিনা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা তিন বছরের শিশু মারাত্মকভাবে আহত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলার গোরকঘাটাজনতা বাজার প্রধান সড়কের বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়াকাটা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের ছৈয়দ মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী রোজিনা আক্তার টমটম গাড়ি যোগে বড় মহেশখালী বাবার বাড়ি যাওয়ার পথে মগরিয়া কাটা রাস্তার মাথা বাজারের উত্তর পাশে পৌঁছলে বিপরীত দিক গোরকঘাটা থেকে আসা চকরিয়া সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় টমটম যাত্রী রোজিনা আক্তার কোলের তিন বছরের শিশুসহ রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় তার সাথে থাকা মেয়ে তানহা () গুরুতর আহত হয়। তাকে মহেশখালী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কঙবাজার সদর হাসপাতালে রেফার করেন।

মহেশখালী থানার এসআই ইমরান ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসেন। ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে গেলেও বাসটি থানা কর্তৃপক্ষ জব্দ করেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মানুষ হৃদরোগে বেশি আক্রান্ত হয় গরুর মাংসের কারণে
পরবর্তী নিবন্ধহাইকোর্টের আদেশে কলেজের অনুমতি বাতিল, বহাল তবিয়তে স্কুল শাখা