বাসায় পড়ে গিয়ে কোমরে আঘাত, হাসপাতালে ইঞ্জিনিয়ার মোশাররফ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১১:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গণপূর্তমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়।

এর আগে গত ১০ অক্টোবর রাতে সাবেক এই মন্ত্রী চট্টগ্রামে নিজ বাসায় পড়ে গিয়ে কোমরে আঘাত পান। এদিকে বিএসএমএমইউ সূত্রে জানা গেছে বর্তমানে প্রবীণ এই আওয়ামী লীগ নেতার শারীরিক অবস্থা ভালো আছে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে তার ব্যক্তিগত সহকারী নূর খান জানান।-বাংলানিউজ

তিনি বলেন, সাবেক মন্ত্রীর শারীরিক অবস্থা এখন ভালো। বাসায় পড়ে আঘাত পেয়েছিলেন‌। বুধবার বঙ্গবন্ধু মেডিক্যালে আনা হয়। চিকিৎসকরা যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করেছেন, রিপোর্ট দেখে আজ (বৃহস্পতিবার) সিদ্ধান্ত জানাবেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর গণ্ডামারায় হবে দুটি অর্থনৈতিক অঞ্চল
পরবর্তী নিবন্ধমিতু হত্যা মামলায় ভোলার জামিন নামঞ্জুর