বাঁশখালীর গণ্ডামারায় হবে দুটি অর্থনৈতিক অঞ্চল

এলাকা পরিদর্শনে উপ সচিব

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে দুটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কৃর্তপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব আবু হেনা মো. মুস্তাফা কামাল গতকাল বুধবার বাঁশখালীর উপকূলীয় গণ্ডামারা এলাকা পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু হেনা মো. মুস্তাফা কামাল বাঁশখালীর গণ্ডামারাসহ উপকূলীয় এলাকায় শিল্পাঞ্চল করার উপযুক্ত স্থান হিসাবে অভিমত প্রকাশ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ কায়সার খসরু, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, এস আলম গ্রুপের পরিচালক অর্থ ও নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক, মোস্তান বিল্লাহ আদিল, মেজর (অব.) রেজাউল করিম, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মো. আজিজুল ইসলাম, গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলীসহ দায়িত্বশীল কর্মকর্তারা।
এ ব্যাপারে গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলী বলেন, গণ্ডামারাসহ বাঁশখালী উপকূলীয় এলাকা অর্থনৈতিক অঞ্চলে পরিণত হলে এখানে কয়েক লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে, ফলে এলাকার জনগন অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হবে।
এর আগে গণ্ডামারা ইউনিয়নের চর বড়ঘোনা ও পশ্চিম বড়ঘোনা বেড়িবাঁধের ভিতরে ও বাইরে নিয়ে অর্থনৈতিক অঞ্চল এক (১) এবং গণ্ডামারা মৌজা বলদার চর এলাকা নিয়ে অর্থনৈতিক অঞ্চল দুই (২) করার জন্য প্রস্তাব প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজাপা মহাসচিব চুন্নুর সাথে সোলায়মান শেঠের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধবাসায় পড়ে গিয়ে কোমরে আঘাত, হাসপাতালে ইঞ্জিনিয়ার মোশাররফ