কোথায় আমার শিমুল ফুলে
ঝুঁকে থাকা রাম শালিকের দল
কোথায় আমার পায়ের কাছে
লাফিয়ে-পড়া সাগর পাড়ের জল।
কোথায় আমার মান্দারের ফুল
পাপড়িতে তার পিছলে-পড়া
হালকা-ফুলকা বিকেল বেলার
নরম রোদের স্নান
ফাগুন দিনের উষ্ণ শীতল
ভদ্র হাওয়ার মেলবন্ধন
কিংবা কোনো দূরের দুপুর
তার ওপরে বসে থাকা
রাতের কালো আঁধারঘন কোকিলের তান।
কোথায় আমার উদাস করা দিন গোধূলির
না-বিকেল না-সন্ধ্যেবেলা
ক্ষুদ্রক্ষণের জন্যে হলেও আয়-না ফিরে
ছেলেবেলার ভেঙ্গে যাওয়া
ধুলোভাতি বিয়ের খেলা
টমটমি আর পাতার বাঁশি
কোথায় আমার গ্রাম-ময়ূরীর লজ্জাবতীর হাসি?