বাবুল আক্তারের ২০ পৃষ্ঠা হাতের লেখার নমুনা নিল আদালত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

আলোচিত মাহমুদা খানম মিতু খুনে পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে সাবেক এসপি বাবুল আক্তারের হাতের লেখার নমুনা নিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম নিজ খাস কামরায় ২০ পৃষ্ঠার এ নমুনা নেন। এর আগে নমুনা সংগ্রহ বিষয়ে তিনি আদেশও জারি করেন।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাবুল আক্তারকে কারাগার থেকে আদালত কক্ষে হাজির করা হয়। আদালতের প্রসিকিউশন শাখার এডিসি কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। গত ৭ মার্চ মামলার তদন্তকারী সংস্থা পিবিআই আদালতের কাছে এ সংক্রান্ত আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়, ‘তালিবান’ নামক একটি ইংরেজি বইয়ের শেষ পৃষ্ঠার পরের পাতায় থাকা ইংরেজি হাতের লেখার সাথে তুলনামূলক পরীক্ষার জন্য বাবুল আক্তারের ইংরেজি নমুনা হাতের লেখা প্রয়োজন। আহমেদ রশিদ নামের এক ব্যক্তির লেখা বইটি বাবুল আক্তারকে উপহার দিয়েছিলেন ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ে কর্মরত ভারতীয় নাগরিক গায়ত্রী অমর সিং। উক্ত বইয়ের ৩য় পাতার গায়ত্রী নিজের হাতে লিখেন ‘০৫/১০/১৩, কঙবাজার, বাংলাদেশ.’ হোপ দ্য মেমোরি অব মি অফারিং ইউ দিজ পারসনাল গিফট, সেল ইটারনালাইজ আওয়ার ওয়ান্ডারফুল বন্ড, লাভ ইউ, গায়ত্রী’।
একই বইয়ের শেষ পৃষ্ঠা ২৭৬-এর পরের পাতায় বাবুল আক্তার নিজের হাতে ইংরেজিতে লিখেছেন ‘ফার্স্ট মিট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ফার্স্ট পিআর ইন কঙ : ৭ অক্টোবর ২০১৩, জি বার্থডে ১০ অক্টোবর, ফার্স্ট কিসড : ৫ অক্টোবর ২০১৩, ফার্স্ট বিচ ওয়াক ৮ অক্টোবর ২০১৩, মারমেইড উইথ ফ্যামিলি : ১১ অক্টোবর ২০১৩, টেম্পল রামু প্রয়েড টুগেদার : ১২ অক্টোবর ২০১৩, রামু রাবার গার্ডেন চকরিয়া নাইট বিচ ওয়াক : ১৩ অক্টোবর ২০১৩’।

পূর্ববর্তী নিবন্ধটিসিবি ডিলারের গুদাম থেকে বিপুল ডাল তেল চিনি জব্দ
পরবর্তী নিবন্ধরাউজানে হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ