টিসিবি ডিলারের গুদাম থেকে বিপুল ডাল তেল চিনি জব্দ

ডিলার সমিতির সভাপতিসহ আটক ৩

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় টিসিবির এক ডিলারের গুদামে অভিযান চালিয়ে ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ মসুর ডাল, তেল ও চিনি জব্দ করেছে র‌্যাব। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব ওই গুদামের মালিক টিসিবি ডিলার সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম রাশেদসহ ৩ জনকে আটক করেছে। সিমেন্ট ক্রসিং এলাকায় মসজিদের পেছনে গাউছিয়া স্টোর নামক গুদামটিতে গতকাল মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। এটি টিসিবির ডিলার মো. কামরুল ইসলাম রাশেদের।
র‌্যাব চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ আজাদীকে বলেন, গুদামে অবৈধভাবে টিসিবির ভোগ্যপণ্য মজুদের খবর পেয়ে আমরা অভিযান চালাই। সেখানে প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি ডাল ও ৫০০ কেজি চিনি পেয়েছি। এসব পণ্য বিক্রির জন্য না পাঠিয়ে কেন গুদামে রাখা হয়েছে সেটা খতিয়ে দেখছি। আমরা অভিযান চালানোর সময় রাশেদ ছিলেন না। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছি। একই সাথে ২ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদিকে একই গুদাম থেকে বিপুল পরিমাণ চালও জব্দ করা হয়েছে। সেগুলো টিসিবি থেকে বরাদ্দ করা চাল কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা এম এ ইউসুফ।

পূর্ববর্তী নিবন্ধনগরে আট প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধবাবুল আক্তারের ২০ পৃষ্ঠা হাতের লেখার নমুনা নিল আদালত