বান্দরবানে চুলার আগুনে পুড়েছে ১৭ দোকান-ঘর

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ১২:২৫ অপরাহ্ণ

বান্দরবানে বাঘমারা বাজারে আগুনে পুড়েছে ১৭টি দোকান-ঘর। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। সোমবার গভীররাতে এ ঘটনা ঘটে।

দমকল বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলা সদর ইউনিয়নের বাঘমারা বাজারের চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় মুহুর্তে পুড়ে গেছে বাজারের বিভিন্ন পণ্যের ১৭টি দোকান এবং ঘর।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান আজাদীকে জানান, গতরাতে পোনে তিনটার দিকে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রোয়াংছড়ি ও বান্দরবান ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা সম্ভব নয়। তদন্ত স্বাপেক্ষে পরে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ৩৯৭, মৃত্যু একজনের
পরবর্তী নিবন্ধবাবার অন্ত্যেষ্টিক্রিয়ার দিনেই সড়কে নিথর পাঁচ ভাইয়ের প্রাণ