বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ১:১২ অপরাহ্ণ

দুর্গম পার্বত্য অঞ্চলে বছরের পর বছর পাহাড়িদের স্বাস্থ্যসেবা নিশ্চিতার জন্য করোনার গনটিকাদান কার্যক্রম থেকে শুরু করে ঔষধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনবাহিনী।

তারই ধারাবাহিকতায় সাতটি ফিল্ড এ্যাম্বুলেন্সসহ বান্দরবানে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯ পদাতিক ব্রিগেড।

মঙ্গলবার (৫জুলাই) সকালে বান্দরবানের রোয়াংছড়িতে ২৮০ জন নারী, পুরুষ ও ছোট বাচ্চাদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯ পদাতিক ব্রিগেডের সেনা কর্মকর্তা মেজর মোরসালিন বলেন, গত পাঁচ দশকের বেশি সময় যাবৎ রোয়াংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে আধুনিক সুযোগ সুবিধাবঞ্চিত এ সকল দুস্থ মানুষদের পাশে আছে সেনাবাহিনীর ৬৯পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়ন। এরই ধারাবাহিকতায় মেডিকেল ক্যাম্পেইন, ত্রাণ বিতরণ, আর্থিক অনুদান সহ সকল ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনী।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে ভেসে এলো দুই শিশুর মরদেহ
পরবর্তী নিবন্ধপণ্য ও সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের মতবিনিময়