বাদলের শূন্যতা পূরণ হওয়ার নয়

মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তারা

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-৮ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদলের প্রথম মৃত্যুবাষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকাল ৫টায় গ্রামের বাড়িস্থ কবরস্থান প্রাঙ্গণে বোয়ালখালী উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খানের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অ্যাড. আবু মো. হাসেম, জাসদ নেতা ভানুরঞ্জন চক্রবর্তী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন চেয়ারম্যান, সাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, নুরুল ইসলাম, অধ্যক্ষ সমীর কান্তি, কফিল উদ্দিন, মোবারক হোসেন, মো. বেলাল হোসেন, মোকাররম, মাওলানা আবদুর রহিম আল কাদেরী, মাওলানা সোয়েব রেজা, সৈয়দুল আলম, ওবায়দুল হক, হামিদুল হক সিকদার প্রমুখ।
এতে বক্তারা বলেন, বোয়ালখালীর কৃতী সন্তান জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মঈন উদ্দিন খান বাদল ছিলেন গণ মানুষের নেতা। তিনি সবসময় দেশের জন্য কথা বলতেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। চলমান ক্রান্তিকালে তার মত নেতার খুবই প্রয়োজন।
মুজিব সৈনিক : প্রয়াত সাংসদ বাদলের ১ম মৃত্যুবার্ষিকীতে মুজিব সৈনিকের উদ্যোগে গতকাল শনিবার বিকালে বাদ আসর জান আলী হাট স্টেশন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক কমিশনার আবু তাহের, মোহরা ওয়ার্ড আ. লীগের আহ্বায়ক নাজিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক জসীম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক, হাজী সাইফুদ্দিন, শফিকুর রহমান, জাহেদুল ইসলাম, আইয়ুব আলী চৌধুরী দুলাল, মোহাম্মদ লোকমান, মুজিব সৈনিকের সভাপতি আসফাক হোসাইন খান, সহ-সভাপতি হারুন-অর-রশিদ রাজেশ, তারিকুল ইসলাম চৌধুরী তানিম, মো. আসাদুজ্জামান, শাকিল হায়াত চৌধুরী, মোহাম্মদ রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ডাকাত তৈয়ব গ্রেপ্তার