বাতিল হওয়া দুই ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে গেছে

বিমানের ইঞ্জিনে পাখি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় বাতিল হওয়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী এবং ওমানের মাস্কাটগামী ফ্লাইট দুটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ২৫৮ জন যাত্রী নিয়ে বেলা ১টা ২০ মিনিটে এবং ফ্লাই দুবাইয়ের ফ্লাইট ১৮০ জন যাত্রী নিয়ে বেলা ২টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে দুবাইগামী ফ্লাই দুবাইয়ের ফ্লাইট এবং মাস্কটগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফ্লাইট দুটি বাতিল করা হয়। ধারণা করা হচ্ছে ফ্লাইট দুইটি অবতরণের সময় পাখি ঢুকে পড়েছিল। ওই রাতে ফ্লাইট বাতিল করে যাত্রীদের হোটেলে রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধএক যুগেও বাস্তবায়ন হয়নি স্বপ্নের মহামায়া প্রকল্প
পরবর্তী নিবন্ধমাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ