বাকলিয়ায় কাউন্সিলরের ভবনে আগুন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

নগরের বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকার একটি চার তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির মালিক ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুল আলম বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটির চারতলার একটি ফ্ল্যাটে গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে জানিয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. তানভীর আহমেদ আজাদীকে বলেন, রান্নাঘর থেকে ঘরের আরো দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। ওই দুই কক্ষে থাকা আলমারি, খাট, টিভিসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। সবমিলিয়ে ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি। রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ওই বাসার লোকজন ধারণা করছেন।
ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ জানান, ভবনটি স্থানীয় কাউন্সিলরের বলে আমরা শুনেছি। তবে ওই বাসায় তিনি থাকেন না; ভাড়া দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবাবার হত্যার বিচার চাইল দুই শিশুকন্যা