বাইকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৫৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় মোটরসাইকেলের ধাক্কায় সমীর কান্তি বিশ্বাস (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় আনোয়ারা বরকল সড়কের সিংহরা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সমীর কান্তি বিশ্বাস উপজেলার ৮ নং চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের মৃত ননীলি বিশ্বাসের পুত্র।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সমীর কান্তি বিশ্বাস সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সমীর কান্তির সাইকেলকে ধাক্কা দিলে সমীর উল্টে সড়কে পড়ে যান।

স্থানীয়রা সমীরকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দীন। তিনি বলেন, মুমুর্ষ অবস্থায় সমীরকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধন্যাড়া বার বার বেলতলা যায় না
পরবর্তী নিবন্ধকালা মিয়া