বাংলা ভাষাকে সবার উর্ধ্বে রাখা প্রয়োজন

সরওয়ার আরমান | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য শুধুমাত্র বাংলাদেশের ছাত্র-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পুরো বাংলাদেশে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল সভা-সমাবেশ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে প্রাণের বাংলা ভাষা। অথচ সেই বাংলা ভাষাকে অবজ্ঞা করে অন্য ভাষাকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে, কেননা অনেক অফিস, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার বেশি গুরুত্ব দিতে গিয়ে সাইনবোর্ডসহ সকল দাপ্তরিক কাজে ইংরেজি ভাষা অগ্রভাগে রেখে বাংলা ভাষাকে অবমূল্যায়ন করা হচ্ছে যা স্বাধীন দেশে কোনোভাবে কাম্য হতে পারে না। কোনো ভাষাকে আমরা অবহেলা করিনা তবে, সেটা আমাদের বাংলা ভাষাকে বাদ দিয়ে নয়। অনেক অফিস, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারির সম্মান রক্ষার্থে একদিনের জন্য ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পাঞ্জলির মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় যা নিজেদের দায়বদ্ধতা সারানোর জন্য; বাকি দিনগুলো পার হয় অসম্মান ও অবহেলায়। স্বদেশপ্রেম ও খাঁটি বাঙালি জাতি হিসেবে সবার উচিত শুধুমাত্র একদিনের বাঙালি না হয়ে সর্বক্ষণ রক্তের দামে অর্জিত প্রিয় বাংলা ভাষাকে বুকে লালন করে সবার উর্ধ্বে সম্মান প্রদর্শন করা। লেখক : ছড়াকার

পূর্ববর্তী নিবন্ধবাংলা ভাষার প্রচলন হোক সর্বস্তরে
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্যের উর্ধ্বগতি জনজীবনে দুর্গতি