বাংলাবাজার শিশু শিখন কেন্দ্র পরিদর্শনে শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

জেএসইউএস

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের নগরীর ২নং জালালাদস্থ বাংলাবাজার শিশু শিখন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক।

গতকাল তিনি শিশু শিক্ষার্থীদের সাথে নানা বিষয়ে খোলামেলা ও স্বতঃস্ফূর্ত মতবিনিময় করে সন্তোষ প্রকাশ করেন। আগামীতে ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের শিক্ষার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনার ব্যাপারে মতামত ব্যক্ত করেন। শিশু শিখন কেন্দ্র পরিদর্শনের সময় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অতিরিক্ত মহাপরিচালককে অভ্যর্থনা জানান সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা কবি প্রাবন্ধিক সাঈদুল আরেফীন, নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন।
এছাড়া শিশু শিখন কেন্দ্রটি পরিদর্শনের সময় ৩০ জন শিশু শিক্ষার্থীদের চৌকষ দল নাচ-গান, তালি তুড়ির মাধ্যমে প্রধান অতিথি দিলীপ কুমার বণিককে স্বাগত জানান।

এ সময় প্রধান অতিথির সাথে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনএফই সহকারি পরিচালক জুলফিকার আমীন, সহকারি জেলা প্রাথমি শিক্ষা কর্মকর্তা রিন্টু বড়ুয়া, জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীন, জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, ড্যামের এসপিএম শহীদুল হক মোল্লা, ড্যামের ডিপিএম (অতিরিক্ত দায়িত্ব) জিয়ান আহমেদ, জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার মুনজিলুর রহমান, ড্যাম এডিপি ইসমাইল হোসেন, জেএসইউএস পিএস জাফরীন চৌধুরী, নাসরিন সুলতানা, সাবরিন ফারহানা, শিখন কেন্দ্রের শিক্ষক নাসিমা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের সাহিত্য সভা
পরবর্তী নিবন্ধপটিয়ায় মেম্বার কল্যাণ এসোর পরিচিতি সভা