বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার আলোচনা সভা

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

‘শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের দিয়ে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাষ্ট্রীয় পযার্য়ে শিক্ষক দিবস উদযাপন ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষে বিশ্ব শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে নগরীর আন্দরকিল্লাস্থ শিক্ষক ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ সচিব বেলাল হোসেন। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরীর সঞ্চালনায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রদীপ কানুনগো, মো. ওসমান গনি, শিমুল মহাজন, সনজীব কুসুম চৌধুরী, মো. কামাল উদ্দীন, কৃষ্ণ শেখর দত্ত, স্বপন সাহা প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, মাঠ পর্যায়ে শিক্ষকদের পরিশ্রমের ফলে কোভিড চলাকালীন সময়ে শিক্ষাদান কার্যক্রম চলমান রাখায় সার্কভুক্ত দেশে বাংলাদেশ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের জন্য চিন্তা করছেন। তার নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার। শিক্ষকদের অবহেলিত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নয়। শিক্ষক সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার ও শিক্ষা স্রষ্টার শ্রেষ্ঠ দান। বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষকদের প্রাপ্ত সুযোগ সুবিধায় ব্যাপক বৈষম্য থাকায় ক্ষোভ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ রক্ষার আন্দোলনে সুজনের অনশন ও মানববন্ধন কর্মসূচি
পরবর্তী নিবন্ধনির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে