নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভায় বক্কর

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবেনা। একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কোন ষড়যন্ত্র ও দুরভিসন্ধি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনরত নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। আগামী ১২ অক্টোবরের সমাবেশ থেকে এই স্বৈরাচার সরকারের পতনের ঘন্টা বেজে উঠবে। এই সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল ঐতিহাসিক ভুমিকা পালন করবে। তিনি গতকাল বুধবার নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এতে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান। বক্তব্য দেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, শহীদুল্লাহ বাহার, অ্যাড. সাইদুল ইসলাম, হারুন আল রশিদ, হারুনুর রশিদ, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভুইয়া, আবু বক্কর রাজু,গোলাম সরোয়ার, তারেক আহমেদ, আব্দুল হাই, আবু নাঈম দুলাল, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, দেলোয়ার হোসেন বাবু, শাহাদাত হোসেন সোহাগ, কামাল হোসেন সামির, এমদাদুল হোসেন স্বপন, মোকলেছুর রহমান, মাহবুব খালেদ, মো. আলমগীর, মিজানুর রহমান সাইফুল, সাইফুল আলম দীপু, ইকবাল হোসেন রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধআ. লীগ সরকার ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িক শক্তির বিনাশ হবে