পরিবেশ রক্ষার আন্দোলনে সুজনের অনশন ও মানববন্ধন কর্মসূচি

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

পরিবেশ রক্ষা, হাইড্রোলিক হর্ন বন্ধসহ ১৬ দফা দাবি নিয়ে সড়কে অনশন ও মানবন্ধন কর্মসূচি করছেন পরিবেশ কর্মী সুজন বড়ুয়া। পরিবেশ রক্ষায় গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে গতকাল বুধবার সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেছেন বিপ্লবী তারেকশ্বর দস্তিদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, অভিষেক বড়ুয়া, চন্দ্রিমা বড়ুয়া, মো. সাজ্জাদ, মো. রাসেল প্রমুখ।
চেরাগী পাহাড় মোড়ে গতকালের কর্মসূচিতে বক্তারা বলেন, এই আন্দোলন যুক্তিযুক্ত ও সময়োপযোগী। এই আন্দোলনের দাবিসমূহ বাস্তবায়নের জন্য আমরা একমত প্রকাশ করছি। রাষ্ট্রের নির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও তা এখনো পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় দুঃখ প্রকাশ করেন বক্তারা। পরিবেশ রক্ষায় সুজন বড়ুয়ার এ দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার এই অনশন কর্মসূচি সমাপ্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউরকিরচর জনতা সংঘের ঈদে মিলাদুন্নবী (দ.) শুরু আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার আলোচনা সভা