বাঁশখালীতে পাহাড়ি ছড়ায় জমাট পানিতে পড়ে মাদ্রাসার ছাত্রীর মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৬:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর পাহাড়ি এলাকায় দুপুরে বাবাকে ভাত দিয়ে বাড়ী ফেরার পথে পাহাড়ি ছড়ায় জমাট পানিতে পড়ে শামিমা সুলতানা (১২) নামের এক পঞ্চম শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব পাহাড়ি এলাকায় বুরো চাষের জন্য পাহাড়ি ছড়ায় বাঁধ দিয়ে জমানো পানিতে পড়ে এই ঘটনা ঘটে।

নিহত শামিমা সুলতানা পূর্ব বৈলছড়ী ৩ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের কন্যা। সে দারুল হুদা মহিলা বালক-বালিকা মাদ্রাসার পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শামিমা সুলতানা দিনমজুর বাবার জন্যে দুপুরে ভাত নিয়ে যায়, বাবাকে ভাত দিয়ে বাড়ী ফেরার পথে পাহাড়ি ছড়ায় বাঁধ দিয়ে জমাট করে রাখা পানিতে পড়ে মৃত্যুবরণ করে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে হিট স্ট্রোকে শিশুর মৃ’ত্যু?
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃ’ত্যু