বহির্নোঙরে অপেক্ষায় থাকা দুই জাহাজ থেকে চাল খালাস শুরু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বার্থিং না পেয়ে বহির্নোঙরে অলস ভাসতে থাকা চালবাহী জাহাজ তিনটির মধ্যে গতকাল একই সাথে দুটিকে বার্র্থিং দেয়া হয়েছে। গতকাল দুপুরে জাহাজ দুইটি থেকে চাল খালাস শুরু হয়েছে।

এর মধ্যে ভিয়েতনাম থেকে ২১ হাজার ২শ’ টন আতব চাল নিয়ে আসা এমভি বিএমসি ক্যাথারিন এবং মিয়ানমার থেকে ১২ হাজার ৫০ টন চাল এমভি ব্লু লোটাসকে বার্থিং দেয়া হয়েছে। বন্দর সূত্র জানিয়েছে, জাহাজ দুইটি থেকে চাল খালাস করে হুক পয়েন্ট থেকে খাদ্য গুদামে পাঠানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপিসি রোডসহ ২০১ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জনসভার স্থান পলোগ্রাউন্ড পরিদর্শনে নেতৃবৃন্দ