বসন্ত অভিমান

ঐন্দ্রিলা দত্ত | রবিবার , ৯ মে, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

প্রথম কখন আমার জীবনে
বসন্ত এসেছিলো, জানা নেই।
আদৌ কখনো বসন্ত এসেছিলো কিনা,
ঠিক ওভাবেও কখনো ভাবিনি।
বসন্ত হয়তো এসেছিলো ঠিকই
তবে, যে বসন্তে প্রাণসঞ্চার নিয়ে
তোমার আসার কথা,
সেই তুমিই বা আসলে কই!
চুড়ি, আলতা আর গাঁদা ফুলের লহরে,
কৃষ্ণচূড়ার ওই অদ্ভূত সুন্দর রঙ ধার নিয়ে
ঊষার স্নিগ্ধ আকাশের মতো করে
শাড়ি আমি পরেছি ঠিকই,
কিন্তু তাতে তোমার অনুপস্থিতি
আমাকে খুব সাধারণ এক মানবী হতে দিলো না।
সেই থেকে ঋতুরাজ বসন্তের উপর
আমার ভীষণ অভিমান।
প্রকৃতির এতো সাজবার আমেজ, বসন্ত বরণ
এ-সব আমার কাছে আদিখ্যেতা লাগে।
এতো বিমুগ্ধা রূপ-এতো রহস্য-এতো মায়া
এ নিসর্গশোভা কার জন্য?
এরপরেও নিয়ম করে বসন্ত আসে-চলে যায়
আর আমাকে আস্তাকুঁড়ে ছুড়ে দিয়ে
বাড়িয়ে যায় কেবল ‘তোমার’ আক্ষেপ।

পূর্ববর্তী নিবন্ধনিয়তি
পরবর্তী নিবন্ধমহামারির গ্রাস