নিয়তি

মুকুল চৌধুরী | রবিবার , ৯ মে, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

নির্জন কক্ষে ফুটেছিল রক্ত গোলাপ
ভোরের কুহেলিকা বুকে নিয়ে সতেজ
সহ্য হলো না প্রকৃতির, স্বর্গসুখ
ভীষণ ঝড় চূর্ণ করে দিলো
গোলাপ ভেঙে ফোঁটা ফোঁটা রক্তে
সজ্জিত হলো এক দগদগে মেঝে
নিত্য গড়াগড়ি খায় বিচূর্ণ দেহ তাতে
আত্মা কবেই মরে নিশ্চিহ্ন হয়ে
কাঁটায় রূপান্তর হলো কে জানে!
কাঁটা মরিয়া হয়ে খুঁজে ফেরে,
কী যেন খুঁজে!
সেই গোলাপ নাকি অন্যকিছু
নিয়তি জানে ভাঙা জোড়া লাগে না
শুধু সময়কে খুন করা
সময় খুন করে আত্মতৃপ্তি মিলে
কিছুটা সময় পার করা যায় অনায়াসে।
সময়ের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে ইচ্ছে জাগে
বড়ো ইচ্ছে জাগে নিয়তির
একবার তাকে ছুঁয়ে দেবার।

পূর্ববর্তী নিবন্ধসুদিন
পরবর্তী নিবন্ধবসন্ত অভিমান