বর্তমান মেয়র জহিরুল আ.লীগের একক প্রার্থী

লামা পৌরসভা নির্বাচন

লামা প্রতিনিধি | শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৭ পূর্বাহ্ণ

লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো. জহিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এক সভায় জহিরুলকে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সূত্র জানায়, লামা পৌরসভার আসন্ন ৪র্থ সাধারণ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনীত করার লক্ষ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম চৌধুরী, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক প্রমুখ ।
লামা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা জানান, জেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় উপজেলা ও পৌর নেতৃবৃন্দ বর্তমান মেয়র মো. জহিরুল ইসলামের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে। তাছাড়া সভায় উপস্থিত দুইজন মনোনয়ন প্রত্যাশীও বর্তমান মেয়রকে সমর্থন করেছে। সভার এ সিদ্ধান্ত চূড়ান্ত মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠানো হবে। উল্লেখ্য যে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে দ্বিতীয় ধাপে নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি লামা পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল ছিনতাইয়ে নগরীতে ১২ চক্র
পরবর্তী নিবন্ধপাহাড়ে বাড়ছে মৌ চাষ