বর্ণাঢ্যভাবে লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের বছর শুরু

| সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৯:২০ পূর্বাহ্ণ

নগরীর জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের সেবাবর্ষ শুরু হয় খতমে কোরআন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে। লিও ক্লাব সভাপতিদের উদ্যোগে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর আওতায় ৪টি সেলাই মেশিন বিতরণ এবং লিও জেলা প্রেসিডেন্ট ইরফান মোস্তফার নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। লিও জেলা সভাপতি ইরফান মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। তিনি তার বক্তব্যে লিও জেলার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করেন। বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল।
উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আশরাফুল আলম আরজু, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন আনিসুল হক চৌধুরী, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান, লায়ন মাইন উদ্দিন মাইনু, লিও আফিফা ইসলাম, লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন আবু নাসের রনি, লায়ন সাইফুল করিম আরিফ, লায়ন শাহরিয়ার ইকবাল, লিও এইচ এম হাকিম। উপস্থিত ছিলেন লিও আতিক শাহরিয়ার সাদিফ, লিও ওমর ফারুক, লিও মো. শওকত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট ইনকিউবেটরে তিনটি প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসিআইইউতে ২৯তম সিন্ডিকেট সভা