বর্ণমালা

জসীম মেহবুব | বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

আমার একটি বর্ণমালা মুক্তো হীরের দানা,

কলজে ছেঁড়া এসব কথা বীর বাঙালির জানা।

বর্ণমালা স্বর্ণমালা এক একটি অক্ষর,

বুকের ভেতর ঝর্নাধারা বহে নিরন্তর।

আমার একটি বর্ণমালা একটি চোখের মণি,

জমে থাকা প্রাণঅফুরাণ ভালোবাসার খনি।

অন্ধকারে ধ্রুবতারার মতন সে জ্বলজ্বলে,

লক্ষকোটি অন্তরে সে প্রাণের কথা বলে।

আমার একটি বর্ণমালা টকটকে লাল ফুল,

সরোজবাবুর রক্তে গড়া সোনাপুর ইশকুল।

যে ইশকুলে রোজ গেঁথেছি অ আ ক খর মালা,

দিয়েছে সে মানুষ হবার একটি বরণডালা।

আমার প্রিয় বর্ণমালা মায়ের কাঁকন চুড়ি,

ভরদুপুরে সুতোয় কাটা লাল কালো নীল ঘুড়ি।

পড়ার ঘরে রবিঠাকুর দুখু মিয়ার ছবি।

হিজল ছায়ায় দাঁড়িয়ে থাকা জসীম উদ্দিন কবি।

বর্ণমালার জন্য আমার ব্যাকুল সারা মন,

কৃষ্ণচূড়ার লালে গেঁথে থাকে সারাক্ষণ।

ভাষার জন্য জীবন দেয়া সব শহিদের দান,

পলাশশিমুল ফুলের সাথে গায় একুশের গান।

পূর্ববর্তী নিবন্ধএকুশ আমার
পরবর্তী নিবন্ধআমার বুকের ব্যানারে