মা, কেমন আছো তুমি?
মনে পড়ে বর্ণমালা শেখাতে আমাকে
তোমার দুচোখ-ভরে নেমে আসা ক্লান্তি
মনে পড়ে স্বজনের তাচ্ছিল্য-ভরা কথা?
আমাকে দিয়ে হবে না-
অথচ তুমি প্রত্যয় ছুঁড়ে দিয়ে বলেছিলে, ‘হবে’!
আমি এখন বর্ণমালায়
অবলীলায় লিখতে পারি, অনেক কথা বলতে পারি
প্রতিটি বর্ণমালায় সাজাতে পারি তোমার ভালোবাসা
প্রিয় বাংলাভাষা।
মা, তোমাকে অনেক অনেক মনে পড়ে
স্বরবণের্র প্রতিটি অ আ স্বরে
ব্যান্জ্ঞনবর্ণের অনুপ্রাসে
তুমি এখন কেমন আছো এই বাংলায়?