বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী

| মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রপথিক, শিক্ষাবিদ মরহুম মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদীর প্রতিষ্ঠিত ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের ৬২ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী২২ গত ২১ জানুয়ারী অনুষ্ঠিত হয়। ইশতিয়াক মুহাম্মদ ফরহাদের সভাপতিত্বে ও এ কে এম আবু ইউসুফ, ফারহানা রুমি ও মঈনুদ্দিন জুয়েলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন ড. অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী।

স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব আতিকুল্লাহ খান। প্রধান আলোচক ছিলেন ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জেলা ও দায়রা জজ সাব্বির হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, বাংলাদেশ পুলিশ এর ডিআইজি আবুল ফয়েজ, . বিপ্লব গাঙ্গুলি, ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, মাকসুদুর রহমান, জোনাব আলী, কবি সাংবাদিক অভিক ওসমান, আবদুল কৈয়ূম চৌধুরী, চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, চেয়ারম্যান খোরশেদুল আলম টিটু, হাবিবুর রহমান, জয়নাল আবেদিন জনু, সাবেক শিক্ষক ব্রজহরি চৌধুরী, সাবেক শিক্ষক বাবু গনেশ চন্দ্র ভট্টচার্য্য, প্রফেসর হাসানুল আলম, মোতাহের মিয়া চেীধুরী, আরিফ মঈনুদ্দীন, আকতার ফারুক, আবু হেনা, ডা. নুরুল আবছার, শিক্ষক ফরহাদ হোসেন, দিদারুর রশীদ, নুরুদ্দীন নোমান, আনছারুল হক, গিয়াস উদ্দীন, ফয়সাল নিজাম সজীব, সালাউদ্দীন সুমন, মিজানুর রহমান মুকুল, সাইফুর রহমানসহ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভূমিদাতার পরিবার, বীর মুক্তিযোদ্ধাদের ও সাবেক শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয় এবং দিনব্যাপী নানান বর্ণিল আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, শিক্ষার বিকল্প নেই। সমাজকে দুর্নীতি, মাদক, এবং সন্ত্রাস মুক্ত করতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। পরে সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধআরো ৩৪ জন পেলেন প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার ২৫ লক্ষ টাকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম গণহত্যা স্মরণে প্রদীপ প্রজ্বলন