আরো ৩৪ জন পেলেন প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার ২৫ লক্ষ টাকা

চকরিয়া-পেকুয়া

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নতুন করে ২৫ লক্ষ ১০ হাজার টাকার আর্থিক বরাদ্দ পেয়েছেন কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার ৩৪ জন পক্ষাঘাতগ্রস্ত ও বিভিন্ন দুরারোগে আক্রান্ত নারীপুরুষ। সংসদ সদস্য জাফর আলমের সুপারিশ ও প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চিকিৎসা সহায়তার অনুদানের চেক হস্তাস্তর করা হয় গতকাল সোমবার রাতে। এমপি জাফর আলমের পালাকাটাস্থ বাসভবনে উপকারভোগী ৩৪ জন নারীপুরুষ ও তাদের অভিভাবকদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক এমপি জাফর আলম নিজেই প্রাপ্তিস্বীকারমূলে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষিকা শাহেদা জাফর, জাহেদুল ইসলাম লিটু, আমিন চৌধুরী, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ। আমিন চৌধুরী জানান, জাফর আলম এমপি নির্বাচিত হওয়ার পর চকরিয়া ও পেকুয়ার প্রত্যন্ত এলাকার এই পর্যন্ত প্রায় ছয় শতাধিক বিপন্ন রোগী, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই চিকিৎসা সহায়তা হিসেবে কয়েক কোটি টাকার অনুদান পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেই তালিকায় এবার নতুন করে যোগ হয়েছে আরো ৩৪ জন বিপন্ন রোগী। তন্মধ্যে মসজিদের ইমাম ছৈয়দুল করিম কুতুবীকে দেওয়া হয়েছে এককালীন ১০ লক্ষ টাকা। অন্যরা বিভিন্ন অংকের এই সহযোগিতা পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে এওয়ারনেস র‌্যালি
পরবর্তী নিবন্ধবরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী