বন্ধুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে কিশোরের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ মে, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সৈকতের কাছে নোঙর করা একটি জাহাজের প্রপেলারে আটকা পড়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে সাগরে ভেসে যায় ইউসুফ নামের ১২ বছর বয়সী এক কিশোর। নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকার ধুমপাড়া সাগর তীর থেকে গতকাল সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পতেঙ্গার হোসেন আহমদ পাড়ার ইসমাইলের ছেলে। স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল সে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহমদ উল্ল্যাহ ভূইয়া আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রাই আমাদেরকে বিষয়টি অবগত করেন। একপর্যায়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজন শিশুর লাশ উদ্ধার করি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করি।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি বলেন, সাগর তীরে নোঙর করা একটি জাহাজের কাছে বন্ধুরাসহ খেলছিল ইউসুফ। এ সময় তার এক বন্ধু জাহাজের প্রপেলারে আটকা পড়লে সে উদ্ধার করতে যায়। তখনই ঘটে দুর্ঘটনা। অশনির প্রভাবে সৃষ্ট ঢেওয়ের সাথে ভেসে যায় সে এবং সেখানেই মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধ৬ জনের মৃত্যুদণ্ড, দুজন খালাস
পরবর্তী নিবন্ধহজে যেতে খরচ বাড়ছে লাখ টাকা