বনের ভেতর অজ্ঞাত যুবকের গলিত লাশ

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সংরক্ষিত বনের ভেতর থেকে আনুমানিক ২০ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী রাস্তার মাথার দক্ষিণে ওই লাশের সন্ধান পেয়ে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। এরপর চকরিয়া থানার পুলিশ এবং সিআইডি কক্সবাজারের ক্রাইম সিন দল সেখানে ছুটে যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের মাথায় চুল ছিল না এবং চেহারাও বিকৃত ছিল। শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে। পুলিশের ধারণা, বেশ কয়েকদিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর লাশ মহাসড়কের পাশে সংরক্ষিত বনের ভেতর ফেলে পালিয়ে যেতে পারে।
পুলিশ সূত্র জানায়, শনিবার বিকালে কয়েকজন লোক পাহাড়ে গাছের পাতা কুড়াতে গিয়ে জঙ্গলের ভেতর অর্ধগলিত লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে বিকাল সাড়ে তিনটার দিকে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ কঙবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, হয়তো অন্য স্থানে হত্যার পর লাশটি চকরিয়ায় মহাসড়কের পাশে সংরক্ষিত বনের ভেতর ফেলে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হলেই উদঘাটন হতে পারে হত্যার রহস্য। পুলিশ পরিদর্শক বলেন, এই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে আশপাশের বিভিন্ন থানায় ছবিসহ বার্তা প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআট জনকে আসামি করে মামলা, আটক ২ সন্দেহভাজন
পরবর্তী নিবন্ধআমলকির ডালে জার্ডনের বাজ