বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলার আলোচনা সভা

| শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৭:৪৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য ও অন্ধকার তমসায় নিমজ্জিত করার একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র। দেশকে স্থায়ীভাবে পিছিয়ে দিয়ে এর উন্নয়ন, অগ্রগতি, সংবিধান সবকিছু কলঙ্কিত করাই এই স্বপরিবার হত্যকাণ্ডের মূল উদ্দ্যেশ ছিল। চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড : দেশীয়আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত ও সংশ্লিষ্টতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

সংগঠনের সহসভাপতি ডা. দিলীপ দের সভাপতিত্বে এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন গাঙ্গলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আইয়ুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশু আইন ও বাস্তবতা
পরবর্তী নিবন্ধআমাদের অগ্নিযুগের অগ্নিকন্যারা