বঙ্গবন্ধু ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন

আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে পেয়ারুল

| বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান ও স্বাধীনতার মাস উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে দেশ একটি সম্মিলিত উচ্চারণের উদ্যোগে পবিত্র ইসলাম ধর্মের জন্মকথা, মুসলিম উম্মাহ ও বঙ্গবন্ধুর চিন্তধারা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। তিনি বলেন,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন। এর ফলে আরবী শিক্ষা গ্রহণ করে এদেশের লক্ষ লক্ষ মানুষ দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী ইসলামী মূল্যবোধ লালন করেন, ধর্মীয় অনুশাসনের মধ্যে জীবন যাপন করেন।

সাহাবুদ্দিন মজুমদারের পরিচালনায় উপস্থিত ছিলেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এ এস এম বোরহান উদ্দিন, কমান্ডার মোজাফফর আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে সুইমিংপুল সিলগালা, ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধফুটপাতে হকারদের পণ্যের পসরা