বঙ্গবন্ধুর সমাধি সৌধে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ

| শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ।
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারের নেতৃত্বে গতকাল কর্মকর্তাবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে কর্মসূচির সূচনা করেন। শুরুতে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া পাঠ করা হয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন, উপবিদ্যালয় পরিদর্শক আবুল বাশার, উপপরীক্ষা নিয়ন্ত্রক দিদারুল আলম, নারায়ণ নাথ। মাজার জেয়ারত শেষে কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইব্রেরি ও পাঠাগার পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরক্তদানে উৎসাহিতকরণে সন্দ্বীপে সাইকেল র‌্যালি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সমাবেশ