বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পটিয়ায় শিশু দিবসের অনুষ্ঠানে হুইপ

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। ১৯৪৮ সাল থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু পাকিস্তানি শাসন শোষণ থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে স্বপ্ন দেখে ছিলেন। তার নেতৃত্বে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজ বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে অর্থনৈতিক মুক্তিসহ উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ পেয়েছি। পিতার আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত বুধবার পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টেলিকনফারেন্সে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান আবদুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. আইয়ুব বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। যুগ্ম সম্পাদক আবু ছালেহ চৌধূরীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ. লীগ সহ-সভাপতি শাহদাত হোসেন ফরিদ, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, আবদুল্লাহ আল হারুন, যুগ্ম সম্পাদক ঋষি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, অ্যাড. বেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার এসএম মোরশেদ, হুইপের সহকারী সচিব হাবিবুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান টিপু, এমরান, আলমগীর আলম, এমএনএ নাছির, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হক হাফেজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশচীন্দ্র লাল ধর
পরবর্তী নিবন্ধআজ বা’দ জুমা সকল মসজিদে বিশেষ মোনাজাত