ফ্যামেলি কার্ডে টিসিবি পণ্য ক্রয়ে সঠিক তদারকী হোক

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

সারাদেশে যখন নিত্যপণ্যের দামের উর্ধ্বগতিতে দিশেহারা মানুষ, ঠিক সেই সময়ে সরকার টিসিবি’র মাধ্যমে মধ্যবিত্ত ও অসহায় মানুষ যাতে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারে সেই ব্যবস্থা করেন। জনপ্রতিনিধিদের মাধ্যমে অসহায় ও মধ্যবিত্ত ফ্যামেলির ডাটা সংরক্ষণপূর্বক ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়। এসব পণ্য ক্রয়ে যাতে জনমনে নানা প্রশ্ন সম্মুখীন না হওয়ার জন্য কোনো মাসে কী পণ্য দেওয়া হবে এবং উক্ত পণ্যের দাম নির্ধারণ করে গণমাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। এরপরও টিসিবির এই বিতরণ কার্যক্রমে অনিয়মের খবর আমরা গণমাধ্যম ও স্বচক্ষে দেখতে পাই। ফ্যামেলি কার্ডধারীদের পণ্য না দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের স্বজনপ্রীতি এবং টিসিবি’র পণ্য ডিলারশীপ দোকান ছাড়া অন্যান্য কিছু পাইকারী-খুচরা দোকানেও দেখা মিলে অথচ কার্ডধারীরা প্রথমে নিয়মিত টিসিবি’র পণ্য পেলেও এখন অনেকে না পাওয়ার অভিযোগ উঠেছে অনেক জায়গায়। যা নিতান্তই দুঃখজনক ব্যাপার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের নিকট অনুরোধ কার্ডধারীরা যাতে টিসিবি’র পণ্য সঠিক ভাবে পায় তা সুষ্ঠু তদারকিপূর্বক এসব অনিয়ম অসংহতি দূর করে টিসিবি’র স্বচ্ছতা ও জনপ্রতিনিধিদের আস্থার বহিঃপ্রকাশ পাবে, সেই প্রত্যাশা রইল।
আলতাফ হোসেন হৃদয় খান
পাঁচলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমাহবুব-উল আলম: সাংবাদিক ও কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু মানেই বাংলাদেশ