বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ

শিরিন আফরোজ | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

আঙুল উঁচানো সেই ছবিটি দেয় হাজার
প্রশ্নের উত্তর!
সেই ছবিটি সাতই মার্চের রেসকোর্স
ময়দানের ঊনিশশ একাত্তর।
পাকিস্তানী মিলিটারীর সাথে মিলে দেশ বিরোধী দল
শত চেষ্টায় কেড়ে নিতে ব্যর্থ হলো বঙ্গবন্ধু
শেখ মুজিবের মনোবল ।
ষড়যন্ত্রের পাহাড় গড়েও পাক্‌ সেনারা হলো ব্যর্থ
মৃত্যুর শিহরে দাঁড় করিয়েও
পারেনি মানাতে অন্যায় শর্ত ।
এমন নেতার বদৌলতে বাংলাদেশ
স্বাধীন বাংলার মাটি,
নত হয়ে ফিরলো পাক্‌ সেনারা
রইলো না তাদের ঘাঁটি ।
সবুজ শ্যামল বাংলা পেলো স্বাধীন স্বীকৃতি
ইতিহাসের পাতায় ভরা স্বাধীনতার স্মৃতি ।
বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ
বাঙালির পাওয়া শ্রেষ্ঠ উপহার,
এমন নেতার প্রাণ নিলো স্বয়ং বাঙালিই !
তারা বেঈমান কুলাঙ্গার ।
শোকের মাস আগস্ট মাস
বঙ্গবন্ধু শ্রদ্ধায় স্মরণে প্রতিদিন ,
বঙ্গবন্ধু মনেই সমগ্র বাংলাদেশ !
এ ঋণ বহনে বাঙালি চিরদিন।

পূর্ববর্তী নিবন্ধফ্যামেলি কার্ডে টিসিবি পণ্য ক্রয়ে সঠিক তদারকী হোক
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক সংকট মোকাবেলায় সচেতনতা জরুরি