ফেসবুক এবার ১৪ মার্কিন অ্যাটর্নি জেনারেলের তোপের মুখে

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

টিকা বিরোধী প্রচারণা এবং মিথ্যাচার প্রসঙ্গে এবার ১৪ মার্কিন অ্যাটর্নি জেনারেলের তোপের মুখে পড়েছে ফেসবুক। সামাজিক মাধ্যমটিতে টিকা বিরোধী কন্টেন্টের প্রকাশকরা বাড়তি সুবিধা পেয়েছে কি না, সেটি জানতে চেয়ে মার্ক জাকারবার্গের কাছে চিঠি পাঠিয়েছেন ওই ১৪ অ্যাটর্নি জেনারেল। খবর বিডিনিউজের। সাবেক ফেসবুক কর্মী ফ্রান্সেস হাউগেনের সিনেট সাক্ষ্যের সূত্র ধরে অনুসন্ধানে নেমেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেলরা। সমপ্রতি মার্কিন সিনেটের একটি সাবকমিটির কাছে হাউগেন অভিযোগ তোলেন– বিশেষ ব্যক্তিদের বাড়তি খাতির করে ফেইসবুক। এ ছাড়াও ফেসবুকের বিরুদ্ধে মুনাফার লোভে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা অগ্রাহ্য করা, আর্থিক লাভের দৃষ্টিকোণ থেকে তৈরি করা অ্যালগরিদমের ফলে সামাজিক বিভক্তি বাড়িয়ে সহিংসতার পথ প্রশস্ত করা এবং গণতন্ত্রকে দুর্বল করায় অ্যালগরিদমের ভূমিকা রাখার অভিযোগ তুলেছেন হাউগেন। ফেসবুকের বিশাল সংখ্যক অভ্যন্তরীণ নথিপত্র ও গবেষণা প্রতিবেদন সংগ্রহ করেছিলেন সাবেক কর্মী হাউগেন। তার একটা বড় অংশ তিনি তুলে দেন মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের হাতে।
ওয়াল স্ট্রিট জার্নাল ওই নথিপত্র বিশ্লেষণ করে জানিয়েছিলো, বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে খাটে না ফেসবুকের কন্টেন্ট মডারেশন নীতিমালা।

পূর্ববর্তী নিবন্ধহোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড ব্যাকআপ সেবা চালু করবেন যেভাবে
পরবর্তী নিবন্ধদশমীর মিছিলে দ্রুত গতির গাড়ি, হতাহত বেশ কয়েকজন