ফেনী জেলা সমিতির মেধাবৃত্তি প্রদান

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

ফেনী জেলা সমিতি-চট্টগ্রামের উদ্যোগে ফেনী জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এবং চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে দ্বিতীয় পর্বে মেধাবৃত্তি, সনদ ও ক্রেস্ট বিতরন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি রকিবুর রহমান টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেধাবৃত্তি উপ-কমিটির সদস্য সচিব জিন্নাহ চৌধুরী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মিলন, সহ সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি আবদুল হাই মাসুম, সহ-সভাপতি জাকির হোসেন, অ্যাডভোকেট আবদুল হক, কামরুল মোরশেদ তমাল, এস.এম. সাইফুল ইসলাম, মো. জামাল উদ্দিন মোল্লা, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন, জহিরুল ইসলাম, মো. আবু তালেব ভুইঞা, মো. আমির হোসেন। উল্লেখ্য, ফেনী জেলা সমিতি-চট্টগ্রাম ১৯৬৮ সাল থেকে শিক্ষা, সংস্কৃতি ও চিকিৎসা সেবা পরিচালনা করে আসছে। প্রতি বছর সমিতির কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করে থাকেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা অর্জনে আর্থিক সহযোগিতা করে থাকেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আমিরভাণ্ডারে প্রতিনিধি সম্মেলন
পরবর্তী নিবন্ধউৎসবমুখর পরিবেশে সিআইইউতে ওপেন ডে