উৎসবমুখর পরিবেশে সিআইইউতে ওপেন ডে

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে স্প্রিং সেমিস্টার ২০২২ এর ‘ওপেন ডে’।
নগরের জামালখানের ক্যাম্পাসে গতকাল শনিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ। শিক্ষাজগতে ভিন্নধারার মনোবৃত্তি তৈরি করতে সিআইইউ নিজেকে একটি বিশেষায়িত ও মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। সৃজনশীলতা, দক্ষতা ও জ্ঞানের পরিধি বৃদ্ধির মাধ্যমে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা ভবিষ্যতে সমাজকে আলোকিত করবেন এমনটা আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
বিজনেস স্কুলের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মোহাম্মদ রেজাউল করিম, স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন, আনজুমান বানু লিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেনী জেলা সমিতির মেধাবৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধটিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শনে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব