ফুলকিতে আনন্দ বিজ্ঞানের যাত্রা শুরু

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

ছোটদের সাংস্কৃতিক জগৎ খ্যাত ফুলকি সহজপাঠ বিদ্যালয় স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় ‘আনন্দ বিজ্ঞান’ নামে শিশু কিশোর বিজ্ঞান ক্লাব গঠন করেছে। ৪ জুলাই বিকাল ৫ টায় ফুলকির এ কে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ক্লাবের উদ্বোধনী অধিবেশন। ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক, কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আদনান মান্নান। বিজ্ঞান ক্লাবের শুরুর দিনেই শিক্ষার্থীরা ফুলকির বিজ্ঞান গবেষণাগার গ্যালিলিও পরিদর্শন করেন ও মহাকাশ বিজ্ঞান নিয়ে তথ্যচিত্র উপভোগ করেন। তার আগে বিভিন্ন স্কুল থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের ফুল দিয়ে বরণ করে নেন ফুলকির বিজ্ঞান শিক্ষকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলকির শিক্ষা সম্প্রসারণ কর্মকর্তা ও আনন্দ বিজ্ঞানের সমন্বয়ক নাজমুল হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে কর্মশালা
পরবর্তী নিবন্ধচবি ইতিহাস বিভাগে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ