ফুটপাত দখলমুক্ত করা হোক

| বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

আমরা কেউ আইনের প্রতি, নিয়মের প্রতি, সৌন্দর্যের প্রতি শ্রদ্ধাশীল নই। সরকার বা দেশের সংবিধান দেশের নিরাপত্তার জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু নিয়মনীতি নির্ধারণ করে রেখেছেন। আমরা তা শুনতে ও মানতে রাজী নই। জনগণের চলাচলের নিরাপত্তার জন্য রয়েছে ফুটপাত। সেই ফুটপাত দিয়ে চলা একেবারে কঠিন হয়ে দাঁড়িয়েছে। মনে হয় দোকানীরা ফুটপাতসহ ভাড়া নিয়েছেন বা কিনে নিয়েছেন! চমুচা সিংঙ্গারার দোকান, চায়ের দোকানের গরম তেলের ছিটা প্রতি মুহূর্তে পথচারীর গায়ে পড়ে। একদিন আমি ফুটপাতে হাঁটতে না পেরে রাস্তায় নেমে হাঁটতে হয়। পিছন থেকে এক রিকশা এসে ধাক্কা দেয়। পথচারী শিকার হচ্ছে দুর্ঘটনার। এই ধরনের ঘটনা প্রতি মুহূর্তে হচ্ছে। এ নিয়ে লেখালেখি হলে দায়িত্বরত মহোদয়রা ২/১ দিনের জন্য বের হয়ে অসহায় জনগণের সেবায় নামেন কিন্তু কাজের কাজ কিছুই হয় না। রাস্তার সৌন্দর্য বর্ধন ও পথচারীর নিরাপত্তার জন্য ২/১ দিন পর পর এই ধরনের পদক্ষেপ অর্থাৎ অভিযান অতীব জরুরি। কঠোর আইন প্রয়োগ ও জরিমানা করলে শৃঙ্খলা ফিরে আসার সাথে সাথে রাজস্ব আয়ও বাড়বে। এতে দায়িত্ব কাণ্ডহীন ব্যবসায়ীর হাত থেকে ফুটপাত দখল মুক্ত হবে। আশা করি সিটি করর্পোরেশন কর্তৃপক্ষ জনগণের সুবিধার্থে সহসা ব্যবস্থা গ্রহণ করবেন।

শরণংকর বড়ুয়া

চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধতারামন বিবি বীর প্রতীক : এক সাহসী নারীর পথিকৃৎ
পরবর্তী নিবন্ধস্ফুলিঙ্গ মন