ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প সম্পন্ন

| শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও মেডিসিন ১৩নং ওয়ার্ড পাহাড়তলীস্থ ওয়ারলেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। হৃদয়ে ৯০ ব্যাচ এর আয়োজনে ৯০ এসএসসি ব্যাচের সদস্যগণ ও স্থানীয় এলাকাবাসীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ডায়বেটিকস, রক্তচাপ পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, হৃদয়ের ৯০ বন্ধুদের অনেকের বিভিন্ন রকম জটিল-কঠিন সমস্যা থাকতে পারে। পাশাপাশি ৪০ ঊর্ধ্ব সবারই প্রতি মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। এতে করে শরীরে কোন রোগ বাসা বাঁধলে তা প্রাথমিক অবস্থায় সহজে নিরাময় করা যায়। এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতাল, রোটারি ক্লাব অব চিটার্গ প্রাইম ও রোটারেক্ট ক্লাব মেডিকেল কমিউনিটির সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন হৃদয়ের ৯০ এর প্রতিষ্ঠাতা এডমিন কাজী গোফরান, বদরুল হাসান, মমতাজ বেগম, সাহাবুদ্দিন সজীব, আমিনুল হক বাবু, ডা. সৈকত বড়ুয়া, ডা. সামিউল ইসলাম, ডা. মোতাহার হোসেন শাওন, ডা. তাসলিমা আক্তার সুমি, বাবলা সরকার। আরও উপস্থিত ছিলেন শুভ বড়ুয়া, অজয় কর, মোজাহেদুল ইসলাম রানা, আবু মো. আরিফ, এ্যাড. শিমুল বড়ুয়া, আবু কাইসার সৌরভ, প্রমিত ধর, শাহরাজ, ফারিয়া, তানজীম, দীপ্ত, দীপ্তি, ষষ্ঠি, হুমাইরা, প্রমি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগোল্ড ডিগার: কেবলই নারীর অপবাদ!
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসকের সঙ্গে চট্টগ্রাম জেলা টিসিবি ডিলার কল্যাণ সমিতির মতবিনিময়