ফটোকপির দোকানে জাল খতিয়ান, সাত দিনের কারাদণ্ড যুবকের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ এলাকায় জাল খতিয়ান বিক্রির অভিযোগে আনিস উদ্দিন (১৮) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন অভিযুক্তকে এই দণ্ডাদেশ দেন। এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সেবা নিতে যাওয়া শাহ আলাউদ্দিন নামে এক ব্যক্তির কাছে জাল খতিয়ান দেখতে পান সহকারী কমিশনার আশরাফুল আলম। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে আদালত প্রাঙ্গণ এলাকায় চন্দনাইশ ফটোস্ট্যাট নামে দোকানটির খোঁজ পাওয়া যায়। এ ঘটনায় ওই দোকান মালিককে মুচলেকা দিতে হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন আনিসের কাছে আরও দুটি জাল খতিয়ান পাওয়া যায়। এছাড়া জিজ্ঞাসাবাদে মো. আজম নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই জাল খতিয়ান তৈরির সাথে জড়িত বলে জানা যায়। তবে অভিযানের খবর পেয়ে আজম আগেই পালিয়ে যায়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে মামলা করতে ওসি কোতোয়ালীকে নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধএম আমীর আলী চৌধুরী
পরবর্তী নিবন্ধনগর জাসাসের বিক্ষোভ ও কুশপুতুল দাহ