নগর জাসাসের বিক্ষোভ ও কুশপুতুল দাহ

‘ইনডেমনিটি’ নাটক নিষিদ্ধের দাবি

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৫:০৬ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ সম্প্রতি নাসিমন ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীরা ‘ইনডেমনিটি’ নাটকটি নিষিদ্ধ ঘোষণার দাবি জানান এবং নাটকটির অভিনেতা সাজু খাদেমের কুশপুতুল দাহ করেন। সমাবেশে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের হৃদয়ে মিশে আছেন। ইতিহাস বিকৃতি করে কাল্পনিক মিথ্যা নাটকের মাধ্যমে তার নাম মুছে ফেলা যাবে না। সমাবেশে সভাপতিত্ব করেন নগর জাসাসের সভাপতি সংগীতশিল্পী আব্দুল মান্নান রানা। বক্তব্য দেন নগর বিএনপির সহসাংস্কৃতিক সম্পাদক আলী আজম চৌধুরী ও জাসাস চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এম এ মুছা বাবলু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহীনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি শেখ জামিল হোসেন, দোস্ত মোহাম্মদ ভাই, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, কবি ফরিদুল আলম মিল্লাদ, লায়ন এম এ মান্নান, মো. শফি, আব্দুল হান্নান শিবলি, অভিনেতা রাজ সাগর, শিল্পী রিপন ভাণ্ডারী, মাহমুদুর রহমান তিতাস, নিগার, সুমী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটোকপির দোকানে জাল খতিয়ান, সাত দিনের কারাদণ্ড যুবকের
পরবর্তী নিবন্ধধর্ষকদের শাস্তি দাবিতে ছাত্রদলের বিক্ষোভ