প্রিমিয়ার ইউনিভার্সিটিতে কর্মশালা

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ব্যবসা-শিক্ষা অনুষদের উদ্যোগে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কর্মশালার উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার, ব্যবসা-শিক্ষা অনুষদের সমন্বয়ক প্রফেসর একেএম তফজল হক। কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, হেড অব এমসিডি (গ্রুপ) হাসান মোর্শেদ। ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক কর্মশালা উদ্বোধনকালে বলেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এখন অনেক গুরুত্বপূর্ণ। কারণ, পণ্যের মান ও উৎপাদন খরচ দুটোর ওপরই এর প্রভাব রয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, ব্যবসা-প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জুলিয়া পারভিন, স্টিভ অস্কার ডি রোজারিও এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধচবি আবৃত্তি মঞ্চের দুই মাসব্যাপী কর্মশালা শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের মিলনমেলা