প্রান্তিক জেলেদের মাঝে বাছুর বিতরণ

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলায় প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুর বাকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জেলের মাঝে উক্ত গরুর বাছুর বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাবলী, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তা মো মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা ও উপজেলা জনস্বস্থ্য কর্মকর্তা এ কে এম সাঈদ মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধচসিকের স্কুল-কলেজকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধআইআইইউসির ছাত্রদের তৈরি সৌরচালিত ই-ভেহিক্যাল