প্রভাতের রবি

মিনহাজ উদ্দীন শরীফ | বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

 

 

প্রভাত হলো উঁকি দিলো

নীল গগনের রবি;

এবার দেখো আলসে মেয়ে

আঁকতে বসে ছবি।

গহীন বনে কিচিরমিচির

করে ডাকছে পাখি;

শান্ত খোকা ক্লান্ত ভাবে

মেলে দেখে আঁখি।

প্রজাপতির ভ্রমর সাথি

বাগে গেলো উড়ে;

পাখিরা সব আহার খেতে

যাচ্ছে বহুদূরে।

সবুজ বনে খড়ে ফড়িং

করে উড়াউড়ি;

গ্রামের সকল দস্যি ছেলে

মাঠে উড়ায় ঘুড়ি।

পূর্ববর্তী নিবন্ধবই পড়া
পরবর্তী নিবন্ধপশুদের ডাকাডাকি