প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগের অনুষ্ঠান

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

আন্তজার্তিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে গতকাল শনিবার প্রবীণদের প্রতি সম্মান, তাদের সমস্যা ও সমাধানের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও মোহরাস্থ প্রবীণ হিতৈষী সংঘ, চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, প্রবীণদের ত্রাণ বিতরণ, রচনা প্রতিযোগিতা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজাসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী প্রযোজক মুনির হোসেন, লায়ন্স জেলার প্রাক্তন গর্ভনর ও আঞ্জুমান মুফিদুল ইসলামের সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, আঞ্জুমানে বেতাকিয়া মোহাম্মাদীয়ার সভাপতি ডা. এম এ মান্নান, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি।
সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও এ কে খান অ্যান্ড কোম্পানির পরিচালক এ কে শামসুদ্দিন খান। স্বাগত বক্তব্য, বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী। বক্তব্য দেন, সহ-সভাপতি মতিলাল দেওয়ালজী, যুগ্মসম্পাদক ইঞ্জিনিয়ার শহিদ সরওয়ার খান, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, সাংগাঠনিক সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আবু তাহের, রেবতী মোহন নাথ, আইয়ুব আলী চৌধুরী দুলাল, ইঞ্জিনিয়ার লোকমান হাকিম। সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
এ কে খান ফাউন্ডেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোগ সমিতি (চট্টগ্রাম জেলা শাখা) সহ স্থানীয় দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতি শামসুদ্দিন খানের নেতৃত্বে প্রবীণ হিতৈষী সংঘের অফিস থেকে আরাকান সড়ক হয়ে আবার পুনরায় অফিসে এসে র‌্যালি শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সেন্ট্রাল লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধচবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি-৮২’র অভিষেক