চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি-৮২’র অভিষেক

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’ ৮২ (১৪ তম ব্যাচে) এর অভিষেক ও শপথ অনুষ্ঠান সমিতির সভাপতি প্রফেসর ফরমুজুল হক ফারুকের সভাপতিত্বে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর মোটেল সৈকতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ শাহ আলম ও সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা। বিশেষ অতিথি ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি রাশেদ মনোয়ার, হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, অধ্যক্ষ মীর কফিল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাইফুদ্দীন সাকি। অনুষ্ঠান উপস্থাপনা করেন অ্যাড. নুরুন নাহার বেগম কুমকুম। বক্তব্য রাখেন শওকত নেওয়াজ, জাফর সাদেক চৌধুরী, আখতারুল আলম, আবদুল্লাহ আল মামুন, দিলওয়ার চৌধুরী, শীলব্রত বড়ুয়া, ইউছুফ সালাম, মোহাম্মদ লোকমান, রোকেয়া আকতার ডলি, দিলওয়ার চৌধুরী, অধ্যক্ষ তিলক বরণ দে, গাজী ফখরুদ্দিন গাজী, নাছিমা আকতার চৌধুরী, নিজাম উদ্দীন আহমদ, এম.আখতারুল আলম, ইউনুস চৌধুরী, মাহাবুবুল হক, ফখরুল আলম, নাসরিন আক্তার, হাসনা হেনা বেগম মায়া, মিজানুর রহমান, মাহবুবা চৌধুরী, ফরিদা ইয়াসমিন পান্না, আবু তৈয়ব, মো. জাহেদ, মাহফুজুল হক চৌধুরী। সভার শুরুতে সমিতির মরহুম সকল সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ভুমিকা অপরিসীম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবিএনপি সবসময় সকল সমপ্রদায়ের মানুষের পাশে ছিল : খসরু