বিএনপি সবসময় সকল সমপ্রদায়ের মানুষের পাশে ছিল : খসরু

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের সভা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সবসময় সকল সমপ্রদায়ের মানুষের পাশে ছিল। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা সেটা ধারণ করে না। যে ধারণ করে না তাকে বারবার এটা পালন করার জন্য বলতে হয়। বাংলাদেশের সীমানার মধ্যে যারা বাস করে তারা সবাই বাংলাদেশি। তিনি গত শুক্রবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের উদ্যোগে লাভলেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু বলেন, শারদীয় দুর্গাপূজার উৎসব সকলের মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এই উৎসব বাংলাদেশের একটি সর্বজনীন উৎসব। এ উৎসব জাতি রাষ্ট্রে সর্ব মানুষের মিলন ক্ষেত্র।
অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, সুশীল বড়ুয়া। বিশেষ বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি জয়দেব রায় জয়। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অর্জুন কুমার নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, সাংবাদিক হাসান মুকুল, কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মিহির চক্রবর্তী, অ্যাড. শিপন কুমার দে, অ্যাড. জালাল উদ্দীন পারভেজ, ফ্রন্টের নেতা গোপাল শর্মা, অ্যাড. জুয়েল চক্রবর্তী, সৌরভ প্রিয় পাল, মোহন দে, অপু চৌধুরী আকাশ, বাবু বাহাদুর শাস্ত্রী, মিটুন বৈষ্ণব, রবি নাথ, বাসুদেব দাস, উজ্জ্বল দত্ত, সুব্রত আইচ, সঞ্জয় বৈষ্ণব।

পূর্ববর্তী নিবন্ধচবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি-৮২’র অভিষেক
পরবর্তী নিবন্ধপেয়ারুলের সমর্থনে ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সভা